চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৫৪০ কোটি ৭৮ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের অর্থবছরের প্রথম তিন মাসে আসা রেমিট্যান্সের তুলনায় ১৯ দশমিক ৪৪ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭১ কোটি ৩২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি অর্থবছরে টানা তিন মাস ধরে রেমিট্যান্স কমছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে আগের মাস আগস্টের তুলনায় রেমিট্যান্স কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। তাছাড়া গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ।
সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬২ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগের মাস আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ১ লাখ ডলার। আর ২০২০ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার।
এ ছাড়া, গত জুনের তুলনায় জুলাইয়ে রেমিট্যান্স কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ। জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স কমেছে ৩ দশমিক ২৮ শতাংশ।
অবশ্য রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অর্থনীতির বিশ্লেষকরা।
তারা বলছিলেন, করোনার মধ্যে অনেক কর্মী দেশে ফেরত আসার আশঙ্কা থেকে জমানো অর্থ দেশে পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ ঘটিবাটি বিক্রি করে ফেরত আসার প্রস্তুতি হিসেবে সব টাকা দেশে পাঠিয়ে দিয়েছেন। এ কারণে করোনার মধ্যেও রেমিট্যান্স বাড়ছিল।
তবে টিকা বের হওয়ার পর থেকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এখন রেমিট্যান্স স্বাভাবিক ধারায় ফিরেছে। যে কারণে ডলারের দর বেড়ে যাওয়ার পরও রেমিট্যান্স বাড়াতে তা কোনো কাজে আসেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ মাসে ডলারের দর বেড়েছে ৭০ পয়সা। অর্থাৎ আগে ১ ডলার পাঠালে প্রবাসীদের স্বজনরা যেখানে ৮৪ দশমিক ৮০ টাকা পেতেন, এখন সেখানে পাচ্ছেন ৮৫ দশমিক ৩০ টাকা।
তা ছাড়া এই অর্থের সঙ্গে সরকার ২ শতাংশ প্রণোদনাও দিচ্ছে। ফলে সামগ্রিকভাবে ডলারের বাজার রেমিট্যান্স প্রেরণকারীদের অনুকূলে রয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের পুরো সময় জুড়ে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।
গত অর্থবছরের প্রথম ১১ মাস রেমিট্যান্স প্রবৃদ্ধির ধারায়ই ছিল। জুন মাস থেকে রেমিট্যান্স কমতে শুরু করে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
