অ্যাপে চলা রাইড শেয়ারের গাড়ির চালকরা বললেন, তারা সড়কে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ভাড়ায় যাত্রী পরিবহনের মতো শ্রমসাধ্য কাজ করে জীবন চালালেও শ্রমিকের স্বীকৃতি পাননি। দিনভর কষ্ট করে যা উপার্জন করেন তার ২৫ শতাংশ নিয়ে নেয় অ্যাপ কোম্পানি। কমিশন কমিয়ে ১০ শতাংশ করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন’র মানববন্ধনে এসব কথা বলেন চালকরা।
সোমবার মধ্যরাত থেকে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা এই চালকরা বলেছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আগামী সপ্তাহে সরকারকে স্মারকলিপি দেওয়া হবে। তারপরও দাবি আদায় না হলে আবার তারা রাজপথে নামতে বাধ্য হবেন। মানববন্ধন থেকে ছয় দফা তুলে ধরেন ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।
পুলিশ কাগজপত্র নিয়ে গেলে মামলায় ‘ত্যক্ত বিরক্ত’ হয়ে সোমবার নিজের মোটর সাইকেলে আগুন দেন শওকত আলী নামে এক চালক। আগুনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর রাইড শেয়ারের চালকদের কর্মবিরতির কর্মসূচি আলোচনায় আসে। যদিও গত ১৪ সেপ্টেম্বর তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।
মঙ্গলবার সিলেট ও চট্টগ্রামেও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রাইড শেয়ার চালকরা। পৃথিবীর ৩৫টি দেশে মঙ্গলবার চালকরা কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন বেলাল আহমেদ।
মানববন্ধনে কাওসার মাহমুদ নামে এক মোটর চালক বলেন, যাত্রী পরিবহন করে ১০০ টাকা আয় করলে ২৫ টাকা নিয়ে অ্যাপ কোম্পানি। যাত্রীর জন্য রাস্তায় অপেক্ষায় থেকে অবৈধ পার্কিংয়ের জন্য মামলা খেলে বাকি ৭৫ টাকাও শেষ হয়ে যায় জরিমানা দিয়ে। কখনো কখনো আয়ের চেয়ে বেশি জরিমানা গুণতে হয়। নয়ত পুলিশকে ঘুষ দিতে হয়। রোদ বৃষ্টিতে ভিজে গাড়ি মোটর সাইকেল চালিয়ে পেট চলে না চালকের।
পুলিশের হয়রানি বন্ধ, শ্রমিকের স্বীকৃতি, অ্যাপ কোম্পানি কমিশন কমানো ছাড়াও অন্য তিন দাবি হলো, রাস্তবায় বৈধ পার্কিংয়ের সুবিধা দেওয়া, অ্যাপের গাড়িতে আগাম আয়কর বন্ধ করা এবং গত দুই বছরে নেওয়া আগাম আয়কর ফেরত দেওয়া।
More Stories
সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির...
বাংলাদেশে মোট রিজার্ভ ২৬.৭৩ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর...
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবে একমত বিএনপি
ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘ইলেক্টোরাল...
গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন
জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো মুহূর্তে দাখিল...
জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষা ও...
হাসিনা-কাদেরসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন
পালাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২...