পর্তুগালে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পর্তুগালের বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব’ এর নেতারা।
২১ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও কনস্যুলেট প্রধান আব্দুল্লাহ আল রাজি, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দফতর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের সদস্য তানভীর আহমেদ ও হাসান কোরাইসি।
অনুষ্ঠানের শুরুতে ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাবের’ সদস্যরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য ও রাষ্ট্রদূতের পরিচয় পর্বের মাধ্যমে আলোচনা শুরু হয়।
সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত তারিক আহসান তার বিগত দিনগুলোর বর্ণিল পেশাগত জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যরা পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করেন। তারা বলেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব সৃষ্টি হয়েছে সকলের সমন্বয়ে পর্তুগালে একটি সুষ্ঠু, সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার জন্য সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে।
এছাড়া তারা আশা প্রকাশ করেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি ঢাকায় পর্তুগালের কনস্যুলেট কিংবা ভিএসএফ এর কার্যক্রমের বিষয়সহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি শিশুদের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা, কমিউনিটি ক্লাব গঠনসহ মানবিক সহযোগিতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সর্বাত্মক ভূমিকা পালনের কথা জানান। তারা এসব বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিশেষ করে করোনা মহামারীর সময় কমিউনিটির মানুষের কাছে বিভিন্ন তথ্য, সহযোগিতাসহ বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে প্রেসক্লাবের বিভিন্ন উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন এবং আগত সাংবাদিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
