আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। এই সময়ের মধ্যে দুটি নির্বাচন হয়ে গেলেও অন্য কেউ সভাপতি হওয়ার আগ্রহ দেখায়নি। তৃতীয় মেয়াদে আরও একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এবার উন্মুক্ত প্যানেলে নির্বাচন করে নতুন সভাপতি দেখতে চান পাপন। যদিও তার মনে হচ্ছে, তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবির প্রেসিডেন্ট হতে চাইবে না।
মঙ্গলবার বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা শেষে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট পদেই কি থাকছেন তিনি, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি এখানে (ক্রিকেট বোর্ডে) থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (প্রেসিডেন্ট) নিতে চাইবে না।’
প্রেসিডেন্ট পদে নতুন কারোর আগ্রহ দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জ নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না। আপনাদেরকে এটুক বলতে পারি। কারোর জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে।’
পাপনের মতে, ‘লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের ওভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায় এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চাইবো নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করবো। আমি আপানাদের সামনে কথা দিচ্ছি আমরা হেরে গেলেও সাপোর্ট দিবো। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলতে আর কারোর ইচ্ছা করবে না।’
More Stories
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
‘আমি টি-টোয়েন্টি খেলতে এসেছি, আমাকে মনে রাখবেন’
“ক্রিকেটে টেস্ট হয় ৫ দিনের, ওয়ানডে ৭ ঘণ্টার... আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি... আশাকরি সবাই আমাকে মনে রাখবেন,”...
এবার কি তবে বিএনপির হয়ে রাজনীতিতে তামিম
চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে বিএনপি নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল ৫...
অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং
অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে...
অবসরে তামিম ইকবাল
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ (শুক্রবার) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে...
বাফুফে নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত বিএনপির তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র...
