Read Time:2 Minute, 50 Second

আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। এই সময়ের মধ্যে দুটি নির্বাচন হয়ে গেলেও অন্য কেউ সভাপতি হওয়ার আগ্রহ দেখায়নি। তৃতীয় মেয়াদে আরও একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এবার উন্মুক্ত প্যানেলে নির্বাচন করে নতুন সভাপতি দেখতে চান পাপন। যদিও তার মনে হচ্ছে, তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবির প্রেসিডেন্ট হতে চাইবে না।

মঙ্গলবার বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা শেষে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট পদেই কি থাকছেন তিনি, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি এখানে (ক্রিকেট বোর্ডে) থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (প্রেসিডেন্ট) নিতে চাইবে না।’

প্রেসিডেন্ট পদে নতুন কারোর আগ্রহ দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জ নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না। আপনাদেরকে এটুক বলতে পারি। কারোর জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে।’

পাপনের মতে, ‘লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের ওভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায় এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চাইবো নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করবো। আমি আপানাদের সামনে কথা দিচ্ছি আমরা হেরে গেলেও সাপোর্ট দিবো। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলতে আর কারোর ইচ্ছা করবে না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘মুকুট মণি’ আখ্যা পেলেন প্রধানমন্ত্রী
Next post ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের নির্দেশ
Close