Read Time:3 Minute, 58 Second

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হলো জার্মানিতে। রোববার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । পাসপোর্ট গ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বার্লিনের বাংলাদেশ দূতাবাসে এই ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এই উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের আরো একটি স্বপ্ন পূরণ হলো বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আইয়ুব চৌধুরী। এসময় তিনি ই পাসপোর্টের বিস্তারিত আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন।

সভায়,বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জার্মানি থেকেই ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। তিনি আরো বলেন ই-পাসপোর্টের মাধ্যমে বিশ্বব্যাপী আরো নিরাপদ ও বিশ্বাসযোগ্যতার অধিক তথ্য সংরক্ষণের জন্য অত্যাধুনিক চিপের অন্তর্ভুক্তি, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধতার মেয়াদ বৃদ্ধি ও স্মার্ট ইমিগ্রেশন-সহ বাংলাদেশকে বিশ্বে উন্নত স্থরে উপাস্থাপন করতে সহযোগিতা করবে।

এদিকে,অনুষ্ঠানে ই-পাসপোর্ট তৈরিতে কারিগরি ও প্রকৌশলগত সমস্ত সহযোগিতা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে জার্মানির একটি আধা সরকারী প্রতিষ্ঠান ভ্যারিডস।

এছাড়াও অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সুরক্ষা ও সেবা বিভাগের অতিঃ সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীসহ অনেকে। বক্তারা বলেন, ই-পাসপোর্টের কার্যক্রম জার্মানিতে শুরু হলেও ধীরে ধীরে বিশ্বের ৮০টি মিশনে এই কার্যক্রম শুরু করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান শেখ হাসিনা সরকার। আর ই-পাসপোর্টের সর্বস্তরে পৌঁছে গেলে পাসপোর্ট সংক্রান্ত সমস্ত ঝক্কি-ঝামেলার অনেকটাই কমে আসবে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে দেশের দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আগত অতিথিরা দূতাবাসের কনস্যুলেট প্রধান কাজী তুহিন রসুল এর তত্বাবধানে ই-পাসপোর্ট কার্যক্রম ঘুরে দেখেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তালেবানের নতুন সরকার ঘোষণা
Next post খালেদার মুক্তির আবেদনে মতামত, যা বললেন আইনমন্ত্রী
Close