প্রায় দুই মাস বিরতির পর লেবানন থেকে আবারো ফিরতে শুরু করেছে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ফিরছেন আরও ৪১৭ জন বাংলাদেশি।
স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
সোমবার রাজধানী বৈরুতের আল আনসার স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
টিকিট হাতে পেয়ে উৎফুল্ল বাংলাদেশিরা, জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে লেবানন সরকার ও বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
দূতাবাস জানায় বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় প্রায় ৭ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেন। তাদের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় ৬ হাজারেরও বেশি বাংলাদেশি নিজ দেশে ফিরতে পেরেছেন।
করোনায় দীর্ঘমেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলারের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বাড়ার কারণে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।
অর্থ সংকটে থাকা বাংলাদেশিরা আরও জানায়, হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বিমানের টিকিটের ৪০০ মার্কিন ডলার অনেক কষ্টে পরিশোধ করতে হয়েছে। দেশ থেকে ধার দেনা করে অর্থ যোগাড় করতে হয়েছে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
