Read Time:5 Minute, 26 Second

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ তথা বাপার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ মে রবিবার কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে বিলাসবহুল এক অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে মূলত বর্তমান পরিস্থিতিতে কমিউনিটির করনীয় সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সকলকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়। এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলার পরিপ্রেক্ষিতে চলতি পথে সকলকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি যে কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।

উল্লেখ করা হয় যে, পুলিশ অফিসারেরাও ছদ্মবেশে এমন জঘন্য অপতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন। আরো উল্লেখ্য, বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ এই বাহিনীতে হাজার খানেক বাংলাদেশী রয়েছেন। দিন যত যাচ্ছে বাংলাদেশী অফিসারদের দায়িত্বশীলতাও স্বীকৃতির মাত্রাও ক্রমান্বয়ে বাড়ছে।
কমিউনিটির সর্ববৃহৎ এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং খ্যাতনামা অ্যাটর্নী মঈন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্যে এটর্নী মঈন বলেন, সকল শুভকাজের সাথে আমি থাকতে চাই। এছাড়া, আমার বাবা বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩৪ বছর কাজ করেছেন। সে কারণেও আমি সবসময় পুলিশের কল্যাণমূলক কাজে সহযাত্রী হতে পারলে নিজেকে ধন্য মনে করি।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এভাবেই আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিউনিটির সাথে নিউইয়র্ক পুলিশ বাহিনী তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারি কর্মকর্তাগণের নিবিড় সম্পর্ক রচিত হওয়ায় বহজাতিক এই সিটির শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সহজ হয়। বাপা সে লক্ষ্যেই মাঝেমধ্যে সর্বস্তরের মানুষ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। করোনা মহামারির সময়েও নিজেদের জীবন বাজি রেখে আমরা অসহায় মানুষের পাশে ছিলাম।

বাপার সেক্রেটারি ল্যাফটেন্যান্ট এ কে এম আলম (প্রিন্স)’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণ করেন বাপার কমিউনিটি লিয়াঁজো ডিটেকটিভ মাসুদ রহমান। স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক পুলিশের কমিউনিটি এ্যাফেয়ার্স ব্যুরোর প্রধান এবং বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।

ইফতার মাহফিলে আগতদের স্বাগত এবং নির্ধারিত আসন গ্রহণে সদা তৎপর ছিলেন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশেকুল মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিয়াঁজো জামিল সরোয়ার, করেসপন্ডিং সেক্রেটারি সাঈদ আলী, ট্রাস্টি মোহাম্মদ আলী চৌধুরী, পাপিয়া শারমিন প্রমুখ।

করোনার কবল থেকে মানবতার মুক্তির জন্যে পরম করুনাময়ের দয়া প্রার্থনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে ইফতার মাহফিল শুরু হয়। এতে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, শাহনেওয়াজ, মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধারক-বাহক বিএনপি: কাদের
Next post মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Close