Read Time:2 Minute, 3 Second

বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি। ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ওমানের সুপ্রিম কমিটি। এর মধ্যে রয়েছে শিশুদের শপিং মলে প্রবেশে নিষেধাজ্ঞা, স্কুলে সাজাকি দূরত্ব বজায় রাখা।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।

অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না।

ওই কমিটির বৈঠকে বলা হয়, ওমানে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আরো অবনমন ঠেকাতে তারা এসব সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে যার জন্য ভ্রমণ দায়ী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শাপলা চত্ত্বরে সমাবেশের আগে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বাবুনগরী
Next post সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
Close