নির্বাচনে হস্তক্ষেপ এবং হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ চেষ্টার প্রথম প্রতিশোধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা ও নিরাপত্তা দপ্তরগুলো জানিয়েছে, গতবছর টেক্সাস কেন্দ্রিক একটি সফটওয়্যার ব্যবস্থাপনা কোম্পানি সোলারইউন্ডস’ এ সাইবার নিরাপত্তার যে ব্যাপক ভাবে লঙ্ঘন ঘটে তা ছিল রাশিয়ার গোপন সংবাদ সংগ্রহেরই একটি অংশ। এই হস্তক্ষেপের কারণে হ্যাকাররা হাজার হাজার কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের অর্থ, বিচার, জ্বালানি শক্তি, স্বদেশ সুরক্ষা বিভাগসহ বিভিন্ন ফেডারেল বিভাগকে নিজেদের নাগালের মধ্যে নিয়ে এসেছিল।
যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য রাশিয়ার প্রতি একটি সতর্ক বার্তা পাঠাল। ইউক্রেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয়বারের মতো ফোন করে ইউক্রেনে উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। ওই ফোন কলে যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করবে বলেও ঘোষণা দেন।
এর আগে গত মাসে টেলিভিশনে এক সাক্ষাতকারে জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টকে ‘খুনি’ হিসেবে উল্লেখ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট বাইডেনকে লাইভ বিতর্কের আমন্ত্রণ জানান। এছাড়া পুতিন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে যুক্তরাষ্ট্রের দাস প্রথা, নেটিভ আমেরিকানদের হত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা বিস্ফোরণে কথা স্মরণ করিয়ে দেন।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
