লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার প্রাণকেন্দ্র সোনার বাংলা চত্ত্বরে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে। সম্প্রতি লিটল বাংলাদেশ বিউটি ফিকেশন প্রকল্পের মাধ্যমে লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরার জন্য জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন জাতীয় ম্যুরাল নির্মিত হয়েছে। উক্ত কর্মকে সাধুবাদ জানিয়ে এবং দেশাত্মবোধক কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বীকৃতি স্বরূপ ইতিপূর্বে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ শহীদ মিনারের ম্যুরালের সামনে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ করেছিল। তার ধারাবাহিকতায় সোনার বাংলা চত্ত্বরে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করে।
এ উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া স্টেস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমবেত হয়ে পুষ্পার্ঘ অর্পন করে। সেই সাথে সিটি আওয়ামী লীগ ও ক্যালিফোর্নিয়া যুবলীগ পুষ্পার্ঘ অর্পণ করে।
এছাড়া উদযাপন পর্বে ছিল বেলুন উড়িয়ে ও দোয়া পাঠ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা: রবি আলম এবং দোয়া পাঠ করেন সভাপতি শফিকুল ইমলাম।
উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা। গেজেটেড মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সহযোদ্ধা আব্দুর রবকে সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম।

উপদেষ্টা ফিরোজ আলম বলেন, ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ প্রতিবছর প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য সম্মাননা প্রদান করবে।
তীব্র শীত উপেক্ষা করে রকমারী আয়োজনে সমাগম হয় দেশাত্মবোধের টানে। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ ছিল আনন্দঘন। সোনার বাংলা চত্ত্বরের কর্মসুচী শেষে নয়া চিকেনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। উদযাপনে অংশগ্রহণ করে সিটি আওয়ামী লীগ বঙ্গবন্ধু শিশু কিশোরা মেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, মুক্তিযোদ্ধাবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদ পত্রের প্রতিনিধিবৃন্দ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
