Read Time:2 Minute, 50 Second

আমাদের দেশ পরাধীন হয়ে আছে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির-এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের বলেন, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে। দেশ স্বাধীন না হলে মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে রয়েল প্যালেস রেস্টেুরেন্টে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে এনডিপি’র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্বারী আবু তাহের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদলগুলোকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই অধিকার আদায়ে সবাইকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইতে শামীল হতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের ১৭ কোটি মানুষকে একত্রিত করতে হবে। তা না করতে পারলে আমাদের দেশটি ভারতের কদর রাজ্যে পরিণত হবে।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ফেণী জেলা সভাপতি আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাকসুর ভিপি নূরুল হক নুর, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, হেফাজত নেতা মুনির হোসেন কাসেমী, মাসিক মদিনা সম্পাদক আহমেদ বদরুদ্দীন খান, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, ওমর ফারুক চৌধুরী, মুসলিম সমাজের চেয়ারম্যান ড. মাসুদ হোসেন, ছাত্র অধিকার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, এনডিপি নেতা মফিজুর রহমান লিটন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ছাত্রনেতা কে এম নাঈম রেজা দিপু, ইমরুল কায়েস ও ইব্রাহিম খলিল জনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনার সঙ্গে থাকলে বাংলাদেশ পাল্টে যাবে : আইনমন্ত্রী
Next post গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে কখনো যায়নি : আলাল
Close