Read Time:3 Minute, 31 Second

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ‌বলেছেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ- এ দুটি একসাথে কখনো যায়নি, আর কখনো যাবেও না। এ সময় তিনি আরো বলেন, মৃত্যু যখন নির্ধারিত একদিন আসবেই। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের অধিকার আদায় করে নিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ : বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ দেশের সবকিছু আওয়ামী লীগ করে। তাহলে গণতন্ত্রটা কিভাবে পাবেন? গণতন্ত্রটা আদায় করে নিতে হবে। এদের কাছে কোনো কিছু চেয়ে লাভ নেই। আমাদের অধিকার আদায় করে নিতে হবে। তারা কত মারবে, বুলেট-টিয়ার গ্যাস-লাঠি দিয়ে কত মারবে? মৃত্যু যখন নির্ধারিত একদিন আসবেই। তাহলে ভয় পাওয়ার কিছু নেই।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগ সরকার, এটা কোনো সরকার না। বৈধ-অবৈধ কোনো সরকারের মধ্যে এটা পড়ে না। এটা হচ্ছে একটি রাজত্ব। এই রাজত্ব থেকে বের হতে হলে প্রজাদেরকেই বিদ্রোহ করতে হবে। বিএনপি কী করল-না করল সেদিকে তাকিয়ে থাকলে হবে না। ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট কী করল-না করল সেদিকে তাকিয়ে থাকলে হবে না। যেখানে যেভাবে সম্ভব সেখানে সেভাবে বিদ্রোহ করতে হবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব ব‌লেন, ‘ইংরেজদের বিরুদ্ধে ফকির মজনু, তিতুমীর এবং হিন্দুরা বিদ্রোহ করেছে না? সেভাবে যার যার অবস্থান থেকে বিদ্রোহ করতে হবে। তাহলেই মুক্তি মিলবে।’

তিনি ব‌লেন, ‘আওয়ামী লীগের নেতারা সবসময় বলেন, তারা সমুদ্র জয় করেছেন, এটা করেছেন, ওটা করেছেন, প্রকৃতপক্ষে সেই সমুদ্রসীমা এখনো আমরা পাইনি। এই সমুদ্রসীমার উপরে যে আকাশ পথ, ওই আকাশ পথও আমরা পাইনি। সুন্দরবনের দক্ষিণের যে আকাশপথ সেটা নিয়ন্ত্রণ করছে ভারত, সেখান থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের এ পাড়ে যেটা, সেটা এখনো নিয়ন্ত্রণ করে মিয়ানমার। সেটার টাকা তারা নিয়ে যায়, আমরা পাই না। তবে আওয়ামী লীগ একটা কাজ করেছে, সেটা হলো গণতন্ত্রকে ১০ হাত মাটির নিচে পুঁতে ফেলেছে।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম লরনের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে: এনডিপি
Next post এই সরকারের হাতে দেশ নিরাপদ নয় : মান্না
Close