Read Time:1 Minute, 47 Second

নতুন করে সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে, তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে। সুখবর হলো সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে। তিনি বলেন, ‘রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায়। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।’ তিনি আরও বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে। শ্রমিকদের জন্য সিঙ্গাপুর দূতাবাস দৈনিক ৫০০ ঘণ্টা ওয়ার্ক পারমিট দিচ্ছে। ড. মোমেন বলেন, ভারতের পরাষ্ট্রমন্ত্রী ড. এস জয় শঙ্কর ঢাকায় আসবেন, তাকে স্বাগত জানাই। তার সফরে ভারত-বাংলাদেশ অসীমাংসিত ইস্যু নিয়ে এমনভাবে প্রস্তুতি নেব, যাতে নরেন্দ্র মোদির সফরে এসব মসৃণভাবে সমাধান হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মিয়ানমারের আরও দুই জেনারেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Next post ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Close