ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে টানা দু’সপ্তাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে নানা অনুষ্ঠান করছে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে ‘সুবির এ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’। রবীন্দ্র সঙ্গীত, কবিতা, গল্প-উপন্যাস-নিবন্ধ সম্পর্কে সম্যক ধারণা রাখেন এমন বিশিষ্টজন ছাড়াও রবি ঠাকুরের জীবন-কর্ম নিয়ে গবেষণারতরা অংশ নেবেন এসব ভার্চুয়াল অনুষ্ঠানে। ইউসি-বার্কলের ইংরেজীর সহযোগী অধ্যাপক সুকন্যা ব্যানার্জির সঞ্চালনায় প্রথম দিনের অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭টা থেকে ৮টা (ক্যালিফোর্নিয়া টাইম, ১ ফেব্রুয়ারি সোমবার) পর্যন্ত এবং এতে অংশ নেবেন কলকাতার জয়দেবপুর ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর সুকান্ত চৌধুরী। ইন্সটিটিউট ফর সাউথ এশিয়ান স্টাডিজ, দ্য ট্যাগোর প্রোগ্রাম ফর লিটারেচার, কালচার এ্যান্ড ফিলোসফি রয়েছে সহযোগী সংস্থা হিসেবে। সকল অনুষ্ঠানের জন্যে রেজিস্ট্রেশন করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান অর্থাৎ ২ ফেব্রুয়ারি একইসময়ে সঞ্চালনা করবেন একই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের সহযোগী অধ্যাপক আত্রেয়ী গুপ্ত এবং আর্টিস্ট হিসেবে রবীন্দ্রনাথের আবির্ভাব শীর্ষক আলোচনায় অংশ নেবেন বিশ্বভারতী ইউনিভার্সিটির অধ্যাপক (হিস্টরি অব আর্ট) আর শিভকুমার।
আত্রেয়ী গুপ্তর সঞ্চালনায় তৃতীয় সন্ধ্যায় একই সময়ে রবী ঠাকুরের সঙ্গীত পরিবেশন করবেন ইউনিভার্সিটি অব মিশিগান-এ্যান আরবরের বায়ো-স্ট্যাটিসটিক্স’র অধ্যাপক মওসুমী ব্যানার্জি।
ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী আলোচনা করবেন রবী ঠাকুরের জাতীয়তাবাদ প্রসঙ্গে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা এবং এটি সঞ্চালনা করবেন ইউসি বার্কলের সহযোগী অধ্যাপক সুজাতা রায়।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতনামা রবীন্দ্রশিল্পী সুভশ্রী ঘোষ এবং উপস্থাপনায় থাকবেন ইউসি বার্কলের গ্লোবাল মডার্ন আর্ট বিষয়ক সহকারি অধ্যাপক আত্রেয়ী গুপ্ত।
৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঠাকুর এবং বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে কথা বলবেন কলকাতার অধ্যাপক পার্থ ঘোষ, অধ্যাপক বিকাশ সিনহা, সমিক বন্দোপাধ্যায়। উপস্থাপনা করবেন ল্যাকারিজ এ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট সুভাষ সরকার।
৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ‘ট্যাগোর এ্যান্ড ন্যাশনালিজম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন সমাজবিজ্ঞানী আশিষ নন্দী, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ-অধ্যাপক সুদিপ্ত কবিরাজ এবং উপস্থাপনা করবেন ইউসি বার্কলের অর্থনীতির অধ্যাপক প্রণব বর্ধন।
৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রবী ঠাকুরের কবিতা এবং দর্শন নিয়ে কথা বলবেন স্টনি ব্রুক ইউনিভার্সিটির দর্শনের সাবেক অধ্যাপক অরিন্দম চক্রবর্তী। উপস্থাপনা করবেন সুজাতা রয়।
১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চলচ্চিত্রে ঠাকুরের সাহিত্য কর্ম নিয়ে কথা বলবেন মিডিয়া ব্যক্তিত্ব সমেস্বর ভৌমিক। এ পর্বের সঞ্চালনা করবেন ইউসি বার্কলের সহযোগী অধ্যাপক হার্শা রাম।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতনামা কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ী। রাহুল বিজন থাকবেন উপস্থাপনায়।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুরের সাহিত্যে নারী শীর্ষক অনুষ্ঠানে কথা বলবেন জয়দেবপুর ইউনিভাসিটির প্রফেসর এমিটিাস সুপ্রিয়া চৌধুরী, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক তানিকা সরকার এবং কলকাতার বাসন্তী দেবি কলেজের অর্থনীতি বিভাগের ফ্যাকাল্টি মেম্বার রুসটি সেন। সঞ্চালনায় থাকবেন ইউসি বার্কলের সমাজবিজ্ঞানের অধ্যাপক রাকা রয়।
১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রবী ঠাকুরের ডাকঘর পরিবেশন করবেন তানিস্থা মুখার্জির নেতৃত্বে শিল্পীরা। ১৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় খ্যাতনামা শিল্পী ইমতিয়াজ আহমেদ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
