সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা অভিশংসনের নথি সিনেটে হস্তান্তর করেছে প্রতিনিধি পরিষদ। জানুয়ারির প্রথম সপ্তাহে পার্লামেন্ট ভবনে হামলায় প্ররোচনার দায়ে ট্রাম্পকে অভিশংসন করে প্রতিনিধি পরিষদ। সিনেটে এই প্রক্রিয়া আগামী মাসে শুরু হবে।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নিয়োগ করা নয়জন হাউস ম্যানেজার সোমবার সন্ধ্যায় সিনেটে নথি হস্তান্তর করেন।
গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্টে ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি তাকে অভিশংসন করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি দুইবার প্রতিনিধি পরিষদে অভিশংসনের স্বীকার হন।
সংবিধান বিশেষজ্ঞ এবং প্রতিনিধি জেমি রাসকিন নয়জন হাউস ম্যানেজারের একজন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে সিনেটের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সোমবার সিনেটে অভিশংসনের নথিটি পড়ে শোনান।
রাসকিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার মিথ্যা বক্তব্য দিয়ে বলেছেন যে, নির্বাচনের ফলে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং আমেরিকার জনগণের এটি গ্রহণ করা উচিত নয়। এছাড়া রাষ্ট্র বা ফেডারেল কর্মকর্তাদের এই ফল প্রত্যয়ন করা উচিত হবে না।
এখন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কার্যক্রম শুরু হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস হলেও সেটা সিনেটে শুনানির পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে।
অভিশংসনের বিচার নিয়ে সিনেটের ডেমোক্র্যাট শীর্ষ নেতা চাক শুমার এর আগে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ব্যাপারে একটি বিচার কার্যক্রম পরিচালনা করবে সিনেট। এটা হবে পুরাদস্তুর নিরপেক্ষ বিচার কার্যক্রম।
সিনেটে এই বিচার শুরু হলে ট্রাম্প হবেন সিনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসাবে প্রথম ব্যক্তি। এর আগে আর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...