Read Time:2 Minute, 38 Second

‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’-এর সূচনা নির্মাণে উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১।

আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২১ এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ব আঙিনায় বাংলা সাহিত্যের চর্চার ক্ষেত্র সৃষ্টিতে ইতিমধ্যে ব্যাপভাবে সাড়া পড়েছে। উত্তর আমেরিকা সহ বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারতের বাংলা ভাষাভাষীদের মধ্যে দেখা গেছে প্রাণের উচ্ছ্বলতা।

সার্বিক অনুষ্ঠানে চীফ কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন সেলিম চৌধুরী (কানাডা) এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর চিত্রা সুলতানা।

বাংলা সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণে ইচ্ছুকদের সভাপতি আতিকুর রহমান আতিকের (৯৫৪-৮১৮-২৯৭০) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানিয়েছেন, যারা অনুষ্ঠানে ভিডিও পাঠাতে চাইছেন তারা যেনো নিচের নিয়মকানুনের উপর ভিত্তি করে ভিডিও পাঠান-

নিয়মবলী :
১. অবশ্যই ভিডিওটি আড়াআড়ি বা হরাইজোন্টাল ভাবে ধারণ করবেন (ফ্রেম রেসিও হবে ১৬:৯, ফ্রেম সাইজ হবে ১৯২০*১০৮০, ফ্রেম রেট হবে ২৫এফপিএস)।
২. কেউ ভিডিওতে কোনো টেক্সট দিবেন না, যেমন নাম বা অন্য কিছু।
৩. ভিডিও ধারণ করার সময় ট্রাইপড ব্যবহার করবেন যেন কাপাকাপি না করে।
৪, পারোতপক্ষে একেবারে ক্লোজ শট না নিয়ে নিচের দিকে নাভি পর্যন্ত এবং মাথার উপর হালকা জায়গা রেখে ভিডিও ধারণ করবেন।
৫. অডিও যেন পরিস্কার শোনা যায়, সেবিষয়ে খেয়াল রাখতে হবে।
৬. আলো সব সময় সামনে রাখুন পিছনে রাখলেও যেনো ক্যামেরায় দেখা না যায়।
৭. খেয়াল রাখবেন পিছনে কোনভাবেই অন্য কেউ বা কোনো প্রাণী না দেখা যায়।
৮. ফাইল ফর্মেট হবে mpeg4 অথবা mpeg2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ট্রাম্প তুমি সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট, তুমি পতিত নেতা, মস্কোতে ফিরে যাও’
Next post বিমান দুর্ঘটনা: ব্রাজিলের ৪ ফুটবলার ও ক্লাব সভাপতি নিহত
Close