Read Time:1 Minute, 53 Second

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছেন।

দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। তিনি ১৬তম রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ জিয়াউদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।

দূতাবাসে আগমনের পর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু অডিটরিয়ামে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাধারণ সভায় বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত ইসলাম সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের সাথে পৃথক সভা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত কনস্যুলার সেবার অধিকতর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব প্রদান করেন।
রাষ্ট্রদূত ইসলাম নতুন দায়িত্ব গ্রহণের জন্য ৮ জানুয়ারি ওয়াশিংটনে এসে ৬ দিনের কেয়ারেন্টিনে ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনা আক্রান্ত রাজুর পাশে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন
Next post কাবার গিলাফে লাগছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া
Close