যুক্তরাষ্ট্রে আদম পাচারের অভিযোগে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশির ৪৬ মাস কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আদম পাচারকারী একটি শক্তিশালী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির একটি আদালত এ রায় প্রদান করেন।
আটকের পর মোক্তার হোসেন স্বীকার করেছেন, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশি নাগরিকদের অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্র করেছিলেন। মোক্তার মেক্সিকোর মন্টেরেতে কাজ করতেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে একটি হোটেল ও বাড়ি ভাড়া করে রেখেছিলেন পাচার হওয়া বাংলাদেশিদের বসবাসের জন্য। তিনি পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের মার্কিন সীমান্তে পরিবহনের জন্য ড্রাইভারদের অর্থ প্রদান করেন। এ ছাড়া কীভাবে তারা রিও গ্র্যান্ডে নদী পার করবেন সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ফৌজদারি আইন বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, ‘আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। যেসব বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেয়েছিলেন তাদের লক্ষ্যবস্তু করে ওই চক্রটি।তারা আর্থিক লাভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশিদের অবৈধভাবে যাতায়াত করিয়ে আমাদের সীমান্তের সুরক্ষা হ্রাস করতে চায়।’
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল টেক্সাসের মার্কিন অ্যাটর্নি রায়ান কে প্যাট্রিক বলেন, ‘সীমান্ত সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা এক। আমাদের অবশ্যই জানা উচিত যে দেশে কে আসছে এবং আমরা অবারিত যাতায়াতের অনুমতি দিতে পারি না। বিদেশি সহযোগীদের সঙ্গে আন্তর্জাতিক সীমানা জুড়ে তদন্তমূলক প্রচেষ্টাকে সমন্বিত করার জন্য মোক্তার হোসেনের তদন্ত, মামলা ও সাজা দেওয়া হয়েছে।’
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...