প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ভার্চুয়ালে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। দু’পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ গ্রহণ এবং দ্বিতীয় পর্বে ছিল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা।
সমিতির আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে শুরু হওয়া সভা পরিচালনা করেন সদস্য-সচিব মো. আশিক মাহমুদ। শুরুতে আহ্বায়ক তিনমাসের সমিতির সকল কার্যক্রম তুলে ধরেন। সমিতির সকল সদস্য তাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান তিনজন নির্বাচন কমিশনারকে। সদস্য সচিব আশিক মাহমুদও সকল সদস্য, উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে সমিতির প্রয়োজনে সব সময় পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার লিয়াকত খান, মঈনউদ্দিন আহম্মেদ বাচ্চু এবং কমিশনের প্রধান আলহাজ্ব রেজাউল করিম।
বক্তব্য শেষে প্রধান নির্বাচন কমিশনার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২১-২০২২)’র সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নাসির-সহ ২৯ জন সদস্যের নাম ঘোষণা এবং নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ পরিচালনা করেন। আহ্বায়ক শাহ আলম ও সদস্য-সচিব আশিক মাহমুদ অভিষিক্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব হস্তান্তর করেন।
শুভেচ্ছা বক্তব্য শেষে সভাপতি ২০২১-২০২২ এর উপদেষ্টাদের নাম ঘোষণা করেন। তারা হলেন (১) মো. একে আজাদ তালুকদার, (২) মো. নূরে আলম খান, (৩) শাহজামান, (৪) জামান আহমেদ, (৫) নাজমা বেগম (লিলি), (৬) শেখ ইলিয়াস হাবিব, (৭) আলহাজ্ব রেজাউল করিম, (৮) আবু তালেব মাতুব্বর, (৯) মঈণউদ্দিন আহমেদ বাচ্চু (১০) শামিমা আলম মুন্নি, (১১) রফিকুল ইসলাম জিয়া, (১২) মোশাররফ হোসেন সবুজ, (১৩) মো. তোফায়েল আহমেদ (বিগ্রেডিয়ার জেনারেল অব:), (১৪) লিয়াকত খান (১৫) এবং আক্তারুর রহমান মামুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা একে আজাদ তালুকদার, জামান আহম্মেদ, রেজাউল করিম, মোশাররফ হোসেন সবুজ, লিয়াকত খান, সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মামুন, এ্যাডভোকেট রেজবুল কবির, বিশ্বজিত কে পলাশ, জেসমিন বেগম, শিরিন কামাল।
অভিষিক্ত আলম-নাসির পরিষদের কার্যকরী পরিষদ : সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ সভাপতি মো: এস ইসলাম মামুন, মাসুদ হোসেন, মঞ্জুর মোর্শেদ, মো: মশিউর রহমান, মো: এনায়েত হোসেন ও ডা: সোহেল পারভেজ, সাধারণসম্পাদক মো: রুহুল আমিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মামুনুর রশিদ ও মো: মিজানুর রহমান (সুমন), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লিটন, কোষাধ্যক্ষ মো: মহসিন, দপ্তর সম্পাদক এমডি রুবেল গাজী, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক নাহিদ হায়দার (আশিক), সাংস্কৃতিক সম্পাদক জেসমিন বেগম, ক্রীড়া সম্পাদক- ফারদীন রেজা রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন কামাল, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক পারুল আক্তার (বকুল আলী)। নির্বাহী সদস্যরা হলেন: মো: আল আমিন, মো: খালেদ হোসেন, মো. বেলায়েত হোসেন, বিশ্বজিৎ কে পলাশ, মো: মাজহারুল ইসলাম মিরন, মো: আ: রব, মাসুদ আহম্মেদ, মো: রাসেদ মিলন, মো: ফিরোজ আহম্মেদ রবিন, খান এইচ আলম ও এ্যাডভোকেট রেজবুল কবির।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
