Read Time:1 Minute, 54 Second

কভিড-১৯ প্রতিরোধে কড়াকড়ি সব নির্দেশনার ভেতর আন্তর্জাতিক ফ্লাইট চালুর পাশাপাশি স্থল বন্দর এবং সমুদ্র বন্দর খুলে দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় রবিবার সকাল ১১টা থেকে চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ।

করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে ২০ ডিসেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার।

প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

বিদেশে থেকে আসা সৌদি নাগরিকদের জন্যও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যারা মানবিক এবং জরুরি কাজে করোনা জর্জরিত দেশগুলো থেকে ফিরবেন, তাদের নিজ বাড়িতে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।

সৌদি আরবে করোনা এখন কিছুটা নিয়ন্ত্রণে। দেশটি ইতিমধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করেছে।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০১ জনের দেহে নতুন রোগটি শনাক্ত হয়েছে। গত ৯ মাসের ভেতরে এটি সবচেয়ে কম। দুটি অঞ্চলে নতুন রোগীই পাওয়া যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অ্যাসাঞ্জের প্রত্যর্পণ : যুক্তরাজ্য আদালতের রায় সোমবার
Next post টিকা রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা : অনিশ্চয়তায় বাংলাদেশ
Close