প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দিতে একঝাঁক উপদেষ্টার শরণাপন্ন হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক চেষ্টাতেও কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারেননি তিনি। ফলে হোয়াইট হাউজে ট্রাম্পের শেষ দিনগুলো কেমন হতে পারে তা নিয়ে শঙ্কিত তার উপদেষ্টারা। শেষের দিকে এসে ট্রাম্প তার নির্বাহী আদেশ বলে নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা যুক্তরাষ্ট্র ও এর পররাষ্ট্রনীতি প্রশ্নে নতুন অনিশ্চয়তার জন্ম নিতে পারে বলেও মনে করছেন তারা। আগামী কয়েক দিন ট্রাম্প কী করতে যাচ্ছেন, এ ব্যাপারে তার কোনো উপদেষ্টাই নিশ্চিত নন। কারণ, ট্রাম্পের হাতে আরও এক মাস সময় আছে।
আইনজীবী সিডনি পাওয়েল, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, সাবেক মুখ্য কৌঁসুলি স্টিভ ব্যানন, বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং প্রশাসনের আরও অনেকে ওভাল অফিসের সাম্প্রতিক তৎপরতা নিয়ে শঙ্কিত। ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা ও আইনজীবী রুডি জুলিয়ানিকে ট্রাম্পের হয়ে নির্বাচনের ফল পরিবর্তনের অনেক চেষ্টা করতে দেখা গেলেও শেষমেশ পদত্যাগের মধ্য দিয়ে নিজের পিঠ বাঁচিয়েছেন। গত সোমবার একই কাজ করতে দেখা যায় পাওয়েলকে।
ট্রাম্পকে এখন প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব পালন করতে খুব একটা দেখা যাচ্ছে না। গত সপ্তাহে হোয়াইট হাউজের নিয়মিত বৈঠকের প্রায় পুরোটা সময়ই ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করতে দেখা যায় তাকে। গত সোমবারও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় তরুণ রিপাবলিকানদের এক সভায় ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমরাই নির্বাচনে ভূমিধস জয় পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের এমন একটি পার্টি দরকার যে লড়াই করতে পারে। আমাদের কিছু ভালো সিনেটর রয়েছেন যারা এ নিয়ে কাজ করছেন। তারা সত্যিই ভালো যোদ্ধা। আমরা যে জিতেছি তারা তা জানেন। আমাদের উচিত তাদের সাহায্য করা।’
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছেন যে, তিন সপ্তাহ আগে পাওয়েলকে তার দলবল নিয়ে অফিস ত্যাগ করতে দেখা গেলেও সামনের দিনগুলোতেও তাকে ট্রাম্পের পাশেই দেখা যেতে পারে। কারণ হিসেবে তারা বলেন, গত শুক্রবার হোয়াইট হাউজের কাউন্সেল অফিসে পাওয়েলকে একটি প্রস্তাবনা নিয়ে কাজ করতে দেখা গেছে। ওই প্রস্তাবনায় কী আছে তা এখনো স্পষ্ট নয়। সিডনি পাওয়েল কিছু একটা করতে পারেন এমন আশঙ্কা করছেন আইনজীবীরা।
চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের ফ্লোরিডা সফর শুরু হতে যাচ্ছে। এই সফরে ট্রাম্প কী করতে যাচ্ছেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি একাধিক বৈঠক, ফোনালাপ এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গে একান্ত আলাপ করবেন। তবে ট্রাম্পের এসব বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে, তা তার উপদেষ্টারাও বলতে পারছেন না। তবে একদল আইনজীবীর মতে, ট্রাম্প আগামী ৬ জানুয়ারির ম্যারাথন বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই প্রস্তুতির বিষয়টি বেশ কয়েকজন সিনেটর জানেন।
এদিকে গত রবিবার হোয়াইট হাউজের সাবেক মুখ্য কৌঁসুলি স্টিভ ব্যানন জানান, তিনি ট্রাম্পকে ভোট জালিয়াতির বিষয়টি তদন্তে বিশেষ কাউন্সেল নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিশেষ কাউন্সেল যেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনীত অভিযোগেরও তদন্ত করেন, সে বিষয়েও ট্রাম্পকে অবহিত করেছেন ব্যানন।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
