Read Time:3 Minute, 55 Second

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক ও ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতা শওকত আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিগত ১৫ বৎসর যাবত লস এন্জেলেসে তাঁর সন্তানদের সাথে বসবাস করে আসছিলেন।

মরহুম শওকত আলম চৌধুরীর দুই ছেলে বদরুল আলম চৌধুরী ও কামরুল আলম চৌধুরী এবং এক কন্যা সালমা চৌধুরী। তারা সকলেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন।

মরহুম শওকত আলম চৌধুরীর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউরা থানার খাদিরপুর গ্রামে। তিনি দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বদরুল আলম চৌধুরীর পিতার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে।

জালালাবাদের শোক প্রকাশ :
মরহুম শওকত আলম চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া গভীর শোক প্রকাশ করছে। এক শোক বার্তায় জালালাবাদ প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু এবং সেক্রেটারি বদরুল আলম মাসুদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মুনার শোক প্রকাশ :
ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতার ইন্তেকালে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট জনাব আনিসুর রহমান এবং সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর, লস এন্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং সেক্রেটারি শামসুল আরেফিন হাসিব, ভ্যালি চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মুকিত আযাদ এবং সেক্রেটারি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাফলার শোক প্রকাশ :
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) পরিবার। এক শোক বার্তায় বাফলা নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী ও জেনারেল সেক্রেটারি আঞ্জুমান আরা শিউলি স্বাক্ষরিত এবং পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে রেমিট্যান্স যোদ্ধাদের পুরস্কৃত
Next post পুরস্কার ফিরিয়ে দিল নিউইয়র্ক টাইমস
Close