Read Time:3 Minute, 55 Second

কুয়েত এই প্রথম বৈধ উপায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয় । বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সেলর(শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর (পাসপোর্ট এবং ভিসা) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে এই প্রথম ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

ব্যক্তি পর্যায়ে প্রথম আবুল কাশেম, দ্বিতীয় মোহাম্মদ জসিম উদ্দিন ও তৃতীয় মিজানুর রহমান এবং প্রতিষ্ঠান পর্যায়ে জনতা জেনারেল ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী কয়েক বারের সিআইপি আবুল কাশেমকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কৃত করা হয়।

মূলত গত ২৩ নভেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে। ঐ বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ করে, তাদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এমন সম্মাননা। রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি দুই জন পুরুষ ও দুই জন নারী এবং প্রাতিষ্ঠানিকভাবে দুই জন পুরুষ ও দুই জন নারীকে পুরস্কৃত করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।

দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকেও আবেদন ফরম ও পুরস্কার সংক্রান্ত নীতিমালা মেনে আবেদনকারীদের মধ্যে কোন নারী আবেদনকারী না থাকায় এই চারজনকে পুরস্কৃত করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর এমন উদ্যোগ বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণে অনুপ্রেরণা জাগাবে বলে মনে করেন প্রবাসীরা। আগামীতে আরো ব্যাপক প্রচারণা হলে আবেদনকারীর সংখ্যা অনেকগুন বেড়ে যাবে বলে প্রবাসীরা অভিমত ব্যক্ত করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টেস্ট ক্রিকেটে ভারতের লজ্জার ইতিহাস
Next post শোক সংবাদ : ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্টের পিতৃবিয়োগ
Close