ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং এশিয়া প্যাসিফিক জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের সাথে যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করেছে।
এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পাশাপাশি এসকাপ এবং এশিয়া প্যাসিফিকঅভিবাসন নেটওয়ার্ক আন্তর্জাতিক অভিবাসন দিবস পালনে বাংলাদেশ দূতাবাসের সাথে যুক্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য-এফেয়ার্স শাহনাজ গাজী। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন এসকাপের এক্সিকিউটিভসেক্রেটারি আরমিডা সালসিয়াহ আলিসজাবানাএবং থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক রঙউট উইরাবুট। আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ সভায় উপস্থিত থেকে এবং অনলাইনে যুক্ত হন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ -দ্য-এফেয়ার্স শাহনাজ গাজী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনের আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং এর বাস্তবায়নের জন্য বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনঃব্যক্ত করেন। তিনি বর্তমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে অভিবাসীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি মুজিববর্ষে বাংলাদেশ সরকারের শ্লোগান ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরেন।
আন্তর্জাতিক অভিবাসন দিবসে এসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিডা সালসিয়াহআলিসজাবানা এবং জাতিসংঘ আঞ্চলিক অভিবাস নেটওয়ার্কের সমন্বয়ক নেনেট মটুস যৌথভাবে এশিয়া-প্যাসিফিক অভিবাসন প্রতিবেদন ২০২০ প্রকাশ করেন। অতঃপর এশিয়া-প্যাসিফিক অভিবাসন প্রতিবেদন ২০২০ এর উপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে নেনেট মটুসের সঞ্চালনায় গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনের উপর আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
