ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুফল পেয়েছে আফ্রিকার রাষ্ট্র সুদান। দীর্ঘ ২৭ বছর ধরে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ হিসেবে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় থাকার পর সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম ওই তালিকা থেকে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সোমবার সুদানের ব্যাপারে নেওয়া ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে খার্তুমে যুক্তরাষ্ট্র দূতাবাস। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়, সোমবার থেকে সুদানের নাম আর কালো তালিকায় রইল না। দীর্ঘ ৪৫ দিন ধরে কংগ্রেশনাল পর্যালোচনার পরে দেশটির বিষয়ে আগের মূল্যায়ন পরিবর্তন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানের বিষয়ে নতুন সিদ্ধান্তের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। শিগগিরই এই সিদ্ধান্ত ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হবে।
কালো তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার সুদানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারভিত্তিক এজেন্ডা ছিল। সুদানে গত বছর দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরের পতনের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। ১৯৯৩ সালে আল বশির সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে ওই তালিকা প্রণয়ণ করা হয়। এর ফলে সুদান ত্রাণ এবং আন্তর্জাতিক বড় দাতাসংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি থেকে এতদিন ধরে বঞ্চিত হচ্ছিল।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরেই সুদানের নাম কালো তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই তালিকায় এখনো তিনটি রাষ্ট্রের নাম রয়েছে। এগুলো হলো ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
