মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে বিরোধী গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে ওয়াশিংটন ডিসিতে।
শনিবার রাতে ট্রাম্পপন্থী ‘প্রাউড বয়েস’, ‘এ্যান্টিফা’এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনপন্থী ব্লাক লাইভস ম্যাটার, স্টপ দ্য স্টিল বা ভোট চুরি বন্ধ কর- এমন বিভিন্ন গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার-স্প্রে বা মরিচের গুঁড়া ছিটিয়ে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে পুলিশ।
ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার ওই সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন ছুরিকাহত।
এর দু’ঘণ্টা পর ২৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
‘স্টপ দ্য স্টিল’ কর্মসূচির আয়োজকরা এবং চার্চ গ্রুপগুলো সমর্থকদের প্রতি আহ্বান জানায় এসব র্যালিতে অংশ নিতে।
ট্রাম্প হোটেলের কাছে এর আগে বিক্ষোভে অংশ নেয় অধিক উগ্রপন্থী প্রাউড-বয়েজের প্রায় ২শ’ সদস্য। তারা ছিল রণ সাজে। পরণে ছিল কালো ও হলুদ শার্ট। বুকে ছিল ব্যালাস্টিক ভেস্ট পরা। মাথায় ছিল হেলমেট।
তারা ব্যবহার করে হ্যান্ড-সিগন্যাল। এসব করে থাকে সাধারণত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। তারও আগে সড়কে অবরোধ সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তারা ছিল রায়ট গিয়ারে এবং বাইসাইকেলে।
রাত নামার পর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। তারা সড়কের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে খুঁজতে থাকে।
৩ নভেম্বরের নির্বাচনে কোনো প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার সমর্থকরা দাবি করে আসছেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। ভোট চুরি করা হয়েছে।
এ নিয়ে আদালত, বিশেষ করে সুপ্রিমকোর্টে যখন মামলা খারিজ হতেই রাস্তা নামেন ট্রাম্পন্থীরা।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
