একের পর এক ভিত্তিহীন দাবির পর বেশ কয়েকবার সতর্ক করার পরও নিজের অবস্থানে অনড় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিছুতেই নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন তিনি। বরং টুইটারে ক্রমাগত নিজের জয়, নির্বাচনে জালিয়াতির তত্ত্ব তুলে ধরছিলেন তিনি। সেই ‘অপরাধে’ আগেই তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। এবার আরও কড়া পদক্ষেপ নিলো ক্ষুদে ব্লগ সাইটটি।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোকে লাইক ও রিটুইট করার সুযোগ বন্ধ করে দিয়েছে টুইটার। এমনকী, টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। সার্চ করলেও টুইটগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইক বা রিটুইট করতে গেলে টুইটারের পক্ষ থেকে সতর্কবার্তা ভেসে উঠছে।
যদিও টুইটারের দাবি, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের খুব বেশিদিন বাকি নেই। ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। কিন্তু এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন ভোট বাতিলের আবেদন খারিজ হওয়ায়। পরে আদালতের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। টুইটারে লিখেছেন, ‘বৃহত্তম নির্বাচনি জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য’। ট্রাম্পের এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
