Read Time:1 Minute, 49 Second

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি বিক্ষোভ সমাবেশে হঠাৎ করে গাড়ি ঢুকে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে শহরটির ম্যানহাটন এলাকায় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে মিডটাউন ম্যানহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি ৩৯তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। খবর এনবিসি নিউজের

দমকল বাহিনীর এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় ছয়জন ছোট রকমের আঘাত পেয়ে চিকিৎসা নিচ্ছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি বিএমডব্লিউ গাড়ি একদল বিক্ষোভকারীকে হঠাৎ আঘাত করে। গাড়িটির চালকের আসনে একজন নারী ছিলেন। ওই নারী বলেন, ‘আমি এদিকে দৌড়ে এসেছি। আমি দেখেছিলাম, মানুষগুলো উড়ছে’।

আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্যারামেডিকস, দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে এক কর্মকর্তা ওই চালককে আটক করতে সক্ষম হন। এছাড়া এক যাত্রীকেও আটক করা হয়েছে। তাদের নিউইয়র্ক পুলিশ বিভাগের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মরক্কোর কাছে শতকোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
Next post জ্ঞান সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ
Close