Read Time:2 Minute, 56 Second

করোনা মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন। একজন ক্যানসার রোগীকে তিনি মানসিকভাবে সহায়তা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রয়্যাল ভলান্টারি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন ডাচেস অব ক্যামব্রিজ।

করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আরোপ হওয়া প্রথম লকডাউনে ৮৪ বছর বয়সী লেন গার্ডনারকে ফোন দেন ক্যাট।

লেন একজন ক্যানসার রোগী। এর মধ্যে তিনি ডিমেনসিয়া রোগে তার স্ত্রীর সেবা করেন একাই।

লেনের সঙ্গে ক্যাট ইতালীয় খাবার নিয়ে গল্প করেন। এ ছাড়া ভেড়া দেখে বাচ্চার অনুভূতির কথাও লেনকে বলেন ৩৮ বছর বয়সী ব্রিটিশ রাজবধূ। এ ছাড়া ওই পরিবারকে একটি পিৎজা মেশিনও পাঠান তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লেন বলেন, ‘আমার কল্পনাতেই কখনো আসেনি যে, ফোনে আমি ইংল্যান্ডের ভবিষ্যৎ রানির সঙ্গে কথা বলব।’

তিনি বলেন, ‘এ কথোপকথন আমার বাকি জীবনে সঞ্চিত ধন হিসেবে থাকবে। তার কল আমাকে সাহায্য করেছে, যা আমি প্রত্যাশা করছিলাম।’

রেডিওথেরাপি নেয়া লেনের শরীরে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়। তিনি জানান, ডাচেস অব ক্যামব্রিজের ফোন পেয়ে হতচকিত হয়ে পড়েন। ফলে বুঝতে পারেননি কী সম্বোধন করবেন তাকে। সেসময় ক্যাট তাকে বলেছিলেন, ‘আমাকে ক্যাথরিন নামেই ডাকুন।’

লেন বলেন, ‘প্রথম দুই বাক্যের পর আমার মনেই হয়নি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমি কথা বলছি।’

১৩ মে প্রথমবার লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট। সেসময় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়। স্বামী প্রিন্স উইলিয়াম ও তিন সন্তান নিয়ে নরফক কাউন্টিতে নিজেদের বাসভবন আনম্যার হলে ছিলেন ক্যাট।

লেনের সঙ্গে ৩০ মিনিট কথা বলেন ডাচেস অব ক্যামব্রিজ। সেসময় প্রিন্স উইলিয়াম ও মেয়ে প্রিন্সেস শার্লট বাইরে বাগানে খেলছিলেন। আর জানালায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিলেন ক্যাট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় বাংলাদেশ থেকে কোরিয়ায় ফিরলেন ৫৬৬ ইপিএস কর্মী
Next post আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি : মামুনুল হক
Close