মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে ‘দেখার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে ট্রাম্প তাঁর অনুসারীদের ফক্স নিউজ ছাড়া অন্য যেকোনো গণমাধ্যমের সংবাদ দেখার আহ্বান জানিয়েছেন।
বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানায়, মারিয়া বার্তিরোমোর আমন্ত্রণে ফক্স নিউজে রোববার প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী একটি সাক্ষাৎকারে যাওয়ার আগে ফক্স নিউজকে নিয়েই টুইটে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
টুইটে ট্রাম্প বলেন, ‘@ ফক্স নিউজের ডেটাইম অনুষ্ঠানটি কার্যত দেখার অযোগ্য, বিশেষ করে সপ্তাহান্তে।’
টুইটে ট্রাম্প আরও বলেন, ‘@ ওএএনএন, @ নিউজম্যাক্স অথবা অন্য কিছু দেখুন। আপনাদেরকে ডেমোক্র্যাটদের সঙ্গে অন্তহীন সাক্ষাৎকারের মাধ্যমে ভুগতে হবে না, এমনকি এর চেয়েও খারাপ হতে পারে।’
ট্রাম্পের এই টুইটটি ছিল ফক্স নিউজকে অপদস্ত করার তাঁর সর্বশেষ প্রয়াস। প্রতিদ্বন্দী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পর থেকেই ফক্স নিউজের নানান সমালোচনা করে আসছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় ট্রাম্প তাঁর টুইটারে অনুসারীদের ফক্স নিউজ ছাড়া অন্য যেকোনো গণমাধ্যমের সংবাদ দেখার আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় গতকাল শনিবার ট্রাম্প সমর্থকদের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য মাইক কেলি ও কয়েকজন রিপাবলিকান সদস্য ভোটের আনুষ্ঠানিক স্বীকৃতি বন্ধে মামলাটি করেন। সংবাদমাধ্যম সিএনএনের খবরে এসব জানানো হয়েছে।
ডাকযোগের ভোট বাতিলের দাবিতে ও ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের করা বেশ কয়েকটি মামলা একের পর এক খারিজ হয়ে গেছে। এ কারণে ভোটের ফলাফল পাল্টে ট্রাম্পের পক্ষে যাওয়ার সম্ভাবনা একেবারেই ফিকে হয়ে গেছে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
