Read Time:1 Minute, 29 Second

কুয়েতে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করা হয়েছে। দেশটির সংসদীয় অধিবেশনে উপস্থিত ৫৩ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কারণে সর্বসম্মতিক্রমে ডেমোগ্রাফিক ভারসাম্য বিলটি অনুমোদন করা হয়। অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এক বছর সময় নির্ধারণ করা হয়েছে। এই আইনের ফলে বহু বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরতে হতে পারে।

সর্বশেষ তথ্যমতে, ২০১৯ সালে কুয়েতে বসবসকারী মোট জনসংখ্যা ৪৮ লাখ, এর মধ্যে ৩৪ লাখই প্রবাসী। মোট জনসংখ্যার ৩০ শতাংশ স্থানীয় নাগরিক। কুয়েতে ১১ লাখ ভারতীয়, ৭ লাখ মিশরীয়, ৩ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

কুয়েতের গণমাধ্যমগুলোর তথ্যমতে, নতুন আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভিয়েতনাম থেকে আসা অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি হতে পারবে না। এ কারণে কাজ হারানোর আশঙ্কায় আছে অনেক বাংলাদেশি প্রবাসী। নতুন এই আইনের কারণে অনেক অভিবাসীকেই এখন কুয়েত ছাড়তে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কাতারে সেই ইয়াছিনকে সম্মাননা দিলেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন
Next post ২ লাখ প্রবাসীর পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
Close