আমেরিকার সাধারণ নির্বাচনকে সামনে রেখে গত ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের দেশী চত্বরে বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক লীগ অব ক্যালিফোর্নিয়া এক নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করে। কমিউনিটির প্রবাসী বাংলাদেশীদের এ উদ্যোগে বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার জন্য প্রচারণা চলানো হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লস এঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার পদপ্রার্থী কাউন্সিলম্যান হারব উইলসন এবং কংগ্রেস পদপ্রার্থী কংগ্রেসম্যান জিমি গোমেজ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানের শুরুতে দু’দেশের জাতিয় সঙ্গীত পরিবেশন করেন করোয়িান অপেরা সঙ্গীত শিল্পী এসতেহার জিন। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে দেন।
উল্লেখ্য, সঙ্গীত শিল্পী ও শিক্ষক শাহনাজ বুলবুল এর তত্ত্বাবধায়নে জাতীয় সঙ্গীত রপ্ত করেছেন এসতেহার জিন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সকলেই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে কেনো জয়যুক্ত করানো উচিত তা নিয়ে আলোচনা করেন।
এদের মধ্যে ছিলেন- সোহেল রহমান বাদল, সফি আহমেদ, রেজা শাহনেওয়াজ, টি জাহান কাজল, বদরুল আলম চৌধুরী, মাহাবুব রহমান শাহিন, এর্টনি ছাব্বির আহমেদ, ড্যানী তৈয়ব, ওয়াহিদ রহমান, জেবু জেবুন্নেসা প্রমুখ।
বাংলাদেশী আমেরিকান নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রথম ভোটার হিসেবে ডেমক্রেটিকের পক্ষে জোরালো বক্তব্য রাখেন- মাহাজাবিন মাহতাব তিতলি, আইমন, আদনান তৈয়ব এবং মারিয়া জামান।
কংগ্রেসম্যান মি. জিমি গোমেজ তার বক্তব্যে বাইডেন-হ্যারিসকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আহ্বান জানান। এসময় তিনি নিজেও একজন ইমিগ্রেন্ট হিসেবে উল্লেখ করেন।
কাউন্সিলম্যান হারর ওয়েসন বাংলাদেশ কমিউনিটিকে প্রশংসা করে বলেন, ‘লস এঞ্জেলেসকে সমৃদ্ধ করার পিছনে লিটল বাংলাদেশ কমিউনিটির অবদান অনস্বীকার্য।’
অতিথি প্রার্থীদেরকে সংগঠনের পক্ষে এনডোজকৃত ক্রেস্ট তুলে দেন সংগঠনের পক্ষে সভাপতি মোহম্মদ শামীম হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল হক বাচ্চু ও কোষাধক্ষ্য নাজমুল চৌধুরী।
সভার শুরুতে অতিথিদেরকে পরিচয় করিয়ে দেন মোহম্মদ শামীম হোসেন। তার প্রচেষ্টায় অত্যন্ত ব্যাস্ততার মধ্যেও অতিথিদের সভায় উপস্থিত করার ফলে সভার মান বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে সহ-সভাপতি সোহেল রহমান বাদল তার বক্তব্যের মাঝে বাংলা ব্যালট তুলে ধরেন।
বদল তার নিজস্ব সাউন্ড সিস্টেম দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সভা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মমিনুল হক বাচ্চু।
অনুষ্ঠান শেষে দেশীর স্বত্বাধীকারি ও সংগঠনের কোষাধক্ষ্য নজমুল চৌধুরীর আপ্যায়নে ছিল চমকপ্রদ ও নতুনত্ব। অভিনব এ আপ্যায়নের শীর্ষ দায়িত্বে ছিলেন- অন্যতম বারবিকিউ বিশেষজ্ঞ মোহম্মদ আলম। পরিবেশনায় ফ্রেন্স বাবা এবং সহযোগিতায় লিটন, ইমরান, ইকরাম সহ আরও অনেকে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
