বাংলায় দুর্গা পূজার শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ভাষা অনেক মিষ্টি বলে তিনি এ ভাষায় কথা বলার লোভ সামলাতে পারেননি বলেও উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, দুর্গা পূজার মহাষষ্ঠীর সকালে অর্থাৎ আজ বৃহস্পতিবার দেওয়া ভাষণে পূজার শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। দুর্গা পূজার শুভক্ষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘উমা এলো ঘরে। বাংলার এই সনাতন পরম্পরা রয়েছে।’ বাংলাতেই তিনি জানালেন, প্রতিটি নারীকে মায়ের রূপে শ্রদ্ধা জানাতে হবে। নারীদের প্রতি নির্যাতন রুখতে ভারতে এখন কড়া আইন প্রণয়ন করা হয়েছে। নারীদের সুরক্ষার জন্য তার সরকার যথেষ্ট তত্পর বলেও দাবি করেছেন তিনি।
বাংলায় ভাষণ দেওয়ার কারণ হিসেবে মোদি বলেন, ‘বাংলা ভাষা এত মিষ্টি যে, এই ভাষা বলার লোভ সামলাতে পারলাম না। জানি আমার উচ্চারণে কিছু খামতি ছিল। তার জন্য মার্জনা করবেন।’ তিনি বলেন, ‘সকলকে দুর্গা পূজা এবং কালী পূজার শুভেচ্ছা জানাই।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা এখনো চলে যায়নি। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরতে হবে। সব নিয়ম মেনেই এবার উৎসবে মাততে হবে।’
মোদির ভাষণজুড়ে ছিলেন শিল্প-সাহিত্য জগতের রবীন্দ্রনাথ ঠাকুর, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা। তার কথায় স্মৃতিচারণ হলো ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বিনয়-বাদল-দীনেশের। শোবিজ জগতে উত্তম কুমার, সত্যজিৎ রায়, সুচিত্রা সেনের মতো বিখ্যাত বাঙালির অবদানের কথাও ভাষণে স্বীকার করলেন তিনি।
More Stories
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মোদির গভীর উদ্বেগ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...
অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা উপদেষ্টা
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে অজিত দোভালকে...
বাংলাদেশে বিজনেস ভিসা দেওয়া শুরু হয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর...
খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে...
ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা
পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা।...
মোদিকে তীব্র আক্রমণ ওয়াইসির, ‘আপনার ঢাকার বোন দিল্লিতে বসে আছে’
ভারতের বিহারে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী...
