ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে, বৃহস্পতিবার ট্রাম্প এ ভার্চুয়াল বিতর্কে অংশ নেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। খবর-রয়টার্সের।
‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস’ এ বিতর্কের আয়োজন করেছে। এ বিতর্কের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারিত ছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এটি ভার্চুয়ালি পরিচালনার কথা জানায় আয়োজক কর্তৃপক্ষ।
ফক্স নিউজকে মোবাইলে সাক্ষাতকারে ট্রাম্প বলেন, এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প বলেন, যদি তিনি সংক্রামক হন তবে তিনি এই বিতর্কে অংশ নেবেন না, তবে তিনি মনে করেন, এখন প্রচারণা সমাবেশ করতে যথেষ্ট ভালো আছেন।
ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকরা অবশ্য বলছেন, গত ২৪ ঘণ্টা ধরে ট্রাম্পের দেহে করোনার কোনো উপসর্গ নেই। তবে দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধী দুই প্রার্থী দূরবর্তী পৃথক পৃথক স্থান থেকে বিতর্কে অংশ নেবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে এখনো করোনাভাইরাস থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার বিপক্ষে মত দিয়ে বুধবার নিজের অবস্থান ঘোষণা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একমাত্র বিতর্কে গতরাতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স তীব্র বাগযুদ্ধে জড়ান।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের ভূমিকার কারণে সেই বিতর্ক এরইমধ্যে মার্কিন ইতিহাসের সবথেকে কলঙ্কজনক বিতর্ক আখ্যা পেয়েছে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
