লক্ষ্মীপুরে এক সৌদি আরব প্রবাসীর ঘরে ঢুকে তার স্ত্রীর দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ১০ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মা ও মেয়ের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফ মাহমুদ। অবস্থায় গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে অভিযুক্ত জাহিদ হোসেন ও সোহেল নামে দুজনকে আটক করেছে পুলিশ। বালাইশপুর এলাকা থেকে রাতে সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালাইশপুর দেওয়ান বাড়ির সৌদি প্রবাসী নবী উল্লাহর ঘরে ঢুকে তার স্ত্রী মরিয়ম বেগমকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে ওই গৃহবধূর দুই হাতের কবজি কেটে আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে ১০ বছর বয়সের শিশুকন্যা সাদিয়া আক্তার এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। মা ও মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর অবস্থায় আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
গৃহবধূর স্বজন ও স্থানীয়রা বলছেন, হামলার ঘটনার সঙ্গে জড়িত বখাটে জাহিদ নামে এক যুবককে চিনতে পেরেছেন ওই গৃহবধূ। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম জানান, অভিযুক্ত জাহিদ হোসেন ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়েছে। এ হামলার সঙ্গে আরও কারা জড়িত আছে, তাদের চিহিৃত করে গ্রেপ্তারে অভিযান চলছে। কী কারণে এ হামলার ঘটনা সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...