করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকেপড়া কুয়েত প্রবাসীদের অনলাইন নিবন্ধন শুরু করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
রোববার (২০ সেপ্টেম্বর) কুয়েতের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, এ পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সহায়তা দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এই নিবন্ধনের উদ্দেশ্য হলো ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসীদের একটি তালিকা তৈরি করা।
দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাংলাদেশে গিয়ে চলমান করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েত অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছে। বাংলাদেশে আটকেপড়া সব কুয়েত প্রবাসীকে দূতাবাসের ওয়েবসাইটের নিবন্ধন লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করার জন্যে অনুরোধে করা হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৩২ নিষেধাজ্ঞাকৃত দেশের নাগরিক ছুটিতে গিয়ে আটকেপড়া প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পদক্ষেপ নেয়নি।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার জন্যে দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিবন্ধন সংক্রান্ত সব প্রকার হালনাগাদ তথ্যের জন্যে আটকেপড়া সব বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করার জন্যে অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের ওয়েবসাইট হচ্ছে- http://bdembassykuwait.org/database/।
এদিকে, কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৭১। এর মধ্যে কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে দেশে গিয়ে আটকাপড়া শুধু প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৫ হাজার।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
