গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) ২০২০, রাত ৮টায় লস এঞ্জেলেসে বাংলাদেশ আমেরিকান ডেমক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (দেশী রেস্টুরেন্টে)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজী মশহুরুল হুদা এবং সভাপতিত্ব করেন মোহম্মদ শামীম হোসেন। নির্বাচনী প্রস্তুতি সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশী আমেরিকান ফর বাইডেন প্রচারণা এবং কিভাবে কমিউনিটির সকল ভোটারের কাছে বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ বাইডেনের প্রতি সমর্থন জানিয়ে সম্মিলিত ভাবে একযোগে বাকী দিনগুলো ব্যাপক প্রচারণা ও ভোট দানে উদ্ভুদ্ধ করার পরিকল্পনা করে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ না করতে পারলে ইমিগ্রেশনের দ্বারা কমিউনিটির মানুষ ক্ষতিগ্রস্থ হবে বলে উল্লেখ করেন। নাগরিকত্বের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বে ফেলে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তারা।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, আইনজীবি সাব্বির আহমেদ, সোহেল রহমান বাদল, রানা মাহমুদ, জেবা জেবুন্নেসা, লস্বর আল মামুন, ডা: রবি আলম, আইডান আমির, মামিনুল হক বাচ্চু, হাবিবুর রহমান ভূঁইয়া, নাজমুল চৌধুরী, ফিরোজ আলম, টি জাহান কাজল, তৌফিক সোলায়মান তুহিন, জহির আহম্মেদ পান্না, সামসুর চৌধুরী পনির।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- আলী আহমেদ ফারিস, আজিজ মোহাম্মদ হাই, সোহেল ইসলাম ও ফয়েজ আহমেদ, প্রমুখ।
পরিশেষে সভাপতি বলেন, যারা ভোটকেন্দ্রে বা ডাকযোগে পাঠাতে চান তারা ব্যালট ফর্ম পূরণ করে আমাদের অস্থায়ী কার্যালয়ে দিয়ে গেলে আমরা আপনাদের ব্যালট ভোটকেন্দ্রে পৌছানোর ব্যাবস্থা করব।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। কোন ভোট যেন অবহেলায় নষ্ট না হয়।
সভায় সকলে সিদ্ধান্ত নেন যে, অচিরেই ব্যাপক আয়োজনে কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া দেওয়ার জন্য মেজবানীর আয়োজন করা হবে। বিশাল জনসভার আয়োজন করা হবে। যা পরিবর্তিতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
