Read Time:2 Minute, 10 Second
গত ৩১ আগস্ট (সোমবার) ২০২০ রাত ৯টায় (ইস্টকোস্ট সময় অনুযায়ী) বাংলাদেশীস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সেলের প্রথম জুম অধিবেশন বসে। অধিবেশন পরিচালনা করেন ন্যাশনাল ডিরেক্টর আনিস আহমেদ এবং বক্তব্য রাখেন পারভিন মিয়ান ও ডেভাং ভেনু।
উল্লেখ্য, এ্যালায়েন্স অব সাউর্থ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) সংগঠনের উদ্যোগে আসন্ন ৩ নভেম্বর ৪৬তম প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে বাইডেনকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশী আমেরিকানদেরকে বাইডেন ভোট সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশীস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল গঠিত হয়েছে। ভোট দানে উদ্ভুদ্ধ করাই একমাত্র উদ্দেশ্য।
অধিবেশনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট ডিরেক্টর কাজী মশহুরুল হুদা, জর্জিয়া স্টেস্ট ডিরেক্টর মোহম্মদ আলি হোসেন, মিজরি স্টেস্ট ডিরেস্টর শের আলম, টেক্সাস স্টেস্ট ডিরেক্টর নাহিদ নাসের, আসাল এর জেনালে সেক্রেটারি ও নিউ ইয়র্ক কো ডিনেটর মোহম্মদ করিম হোসেন, আসাল এর প্রেসিডেন্ট ও নিউ ইয়র্ক স্টেস্ট ডিরেক্টর এমএএফ মেজবাহ উদ্দীন, ক্যান্সস স্টেস্ট ডিরেক্টর রায়হান রেজা এবং ড. রাব্বি আলম, মিশিগান স্টেস্ট ডিরেক্টর ও কো অর্ডিনেটর মুসলিম ফর বাইডেন্স প্রমুখ।
অধিবেশন প্রচারণায় ছিলেন অনিক আহম্মদ, কমনিকেশন ডিরেক্টর।
অধিবেশন স্থায়ী হয় রাত ১১টা পর্যন্ত।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২০ সেপ্টেম্বর হবে ‘লংবীচ কাইট ফেষ্টিভাল ২০২০’
Next post যুক্তরাষ্ট্র প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাংলাদেশির
Close