প্রণব মুখোপাধ্যায়ের জন্ম ১১ ডিসেম্বর ১৯৩৫ অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। তার পিতার নাম কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর ১৯২০ সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি দশ বছর কারারুদ্ধ ছিলেন। পরে কামদাকিঙ্কর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য (১৯৫২-৬৪) হন।
সক্রিয় রাজনীতিতে তার যাত্রা শুরু ১৯৬৯ সালে৷ এ বছরই প্রথম বার কংগ্রেস দলের প্রতিনিধিস্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন।
এরপর ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ সালেও তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৩ সালে কেন্দ্রীয় শিল্পোন্নয়ন উপমন্ত্রী হিসেবে তিনি প্রথম ক্যাবিনেটে যোগদান করেন।
প্রণব মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতির অনেক উত্থান-পতনের সাক্ষী৷ ইন্দিরা গান্ধী বড় প্রিয় পাত্র ছিলেন তিনি৷ তবে ইন্দিরা গান্ধীর প্রয়াণের পরে রাজনীতির অন্দরে টালমাটাল পরিস্থিতিতে কিছুটা হলেও ব্যাকফুটে চলে এসেছিলেন তিনি৷ রাজীব গান্ধী তাকে নিজের ক্যাবিনেটে স্থান দেননি।
তবে ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পি. ভি. নরসিমা রাওয়ের সময়কালে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হন৷ রাজনৈতিক কর্মজীবনের পুনরুজ্জীবন ঘটে। ১৯৯৫-৯৬ সালে তিনি রাওয়ের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি শ্রেষ্ঠ সংসদ সদস্য পুরস্কারে ভূষিত হন
প্রণব মুখোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, পররাষষ্ট্র, রাজস্ব, জাহাজ-চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
গত ৯ আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি।পর দিন সকাল থেকে তার স্নায়ুতে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।১৩ আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান।
More Stories
খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বেশ কয়েকদিন অশান্ত ছিল। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে...
ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে: প্রনয় কুমার ভার্মা
পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিলতার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা।...
মোদিকে তীব্র আক্রমণ ওয়াইসির, ‘আপনার ঢাকার বোন দিল্লিতে বসে আছে’
ভারতের বিহারে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী...
ভারতে বাংলাদেশ-বিরোধী কার্যকলাপ নিয়ে অবগত নয় নয়াদিল্লি: জয়সওয়াল
ভারতে আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে নয়াদিল্লি 'অবগত নয়' বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ...
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলা পক্ষের মিছিল
ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে...
ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতীয়দের দেশীয় পণ্য কিনতে বললেন মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্ব...
