অস্ট্রেলিয়ায় বিভিন্ন সংগঠন এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে। ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২.১ মিনিটে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত করে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা।
সভাপতি আইনজীবী সিরাজুল হক এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভাতে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এর সেক্রেটারি পি এস চুন্নু, সিডনি আওয়ামী লীগ এর সভাপতি গাউসুল আলাম শাহাজাদা, সেক্রেটারি ফায়সাল আযাদ, ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া স্বপনসহ আরো অনেকে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনীর উদ্যোগে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে কন্সুলার কর্তৃক জাতীয় পতাকা অর্ধ-নমিতকরণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। বিকেলে কনস্যুলেট অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করা হয়। সমবেত সকলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম রাষ্ট্রপতির বাণী এবং কনসাল মো. কামরুজ্জামান প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
করোনার কারনে সীমিত আকারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ মো: এনায়েতুর রহিম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু, একুশে একাডেমীর নির্মাল পাল, অস্ট্রেলিয়া যুবলীগ সভাপতি নোমান শামীম প্রমুখ।
মেলবোর্ন আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাপতি ড, মাহবুবুল আলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ রাশিদুল হক সঞ্চালনায় অংশগ্রহণ করেন মেলবোর্ন আওয়ামী লীগের অঙ্গসংগঠন এর নেতা কর্মীরা।
More Stories
যুক্তরাজ্যে প্রকাশে আ. লীগের নেতাকর্মীরা, ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে একদল প্রবাসী...
বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদির ব্লক ওয়ার্ক ভিসা সাময়িক স্থগিত
সৌদি আরব বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের...
এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান
জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তি সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা।...
লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথম মেয়র হলেন আহমেদ মাহবুব
বৃটিশ বাংলাদেশীদের সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একজন বৃটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র...
বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত
বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভিজিট ভিসা (ভ্রমণ ভিসা) চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৪ মে) বাংলাদেশে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত...
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...