Read Time:2 Minute, 15 Second

নানা জল্পনা আর গুঞ্জনের অবসান হলো অবশেষে। স্থগিতই হয়ে গেল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এ বছর ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-টোয়োন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। সোমবার আইসিসি এই ঘোষণা দেয়।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সিদ্ধান্ত নিয়েছে ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ করোনাভাইরাসের কারণে স্থগিত করার।’

বেশ ক’মাস ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ার গুঞ্জন ছিল। করোনা প্রকোপের মাঝে ১৬টি দেশ নিয়ে একটি আসর আয়োজন বেশ কঠিনই। কিছুদিন আগে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষেও এই বাস্তবতার কথা তুলে ধরা হয়।

তবে আইসিসি সব ধরনের সম্ভাবনা যাচাই-বাছাই করতে সময় নিচ্ছিল। অবশেষে তারা এই বৈশ্বিক ক্রিকেট আসর স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।

স্থগিত হওয়া এই আসর হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। এদিকে ২০২১ সালে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল সেটি এক বছর পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

এদিনের বৈঠকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। ভারতে মার্চ-এপ্রিলে এই আসর বসার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ধরা হয়েছে ২৬ নভেম্বর।

অর্থাৎ আগামী তিন বছর দুই সংস্করণ মিলে টানা তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সিঙ্গাপুরে বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড
Next post এ বছর দেওয়া হবে না ব্যালন ডি’অর
Close