না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সোমবার সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নন্দিত এই গায়কের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এন্ড্রু কিশোরের পরিবার জানিয়েছে, দেশে করোনা পরিস্থিতির কারণে তার মরদেহ ঢাকা আনা হবে না। এছাড়া বরেণ্য এই কণ্ঠশিল্পীর শেষ ইচ্ছা পূরণ করা হবে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছায়ই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তাকে কখন দাফন করা হবে সে সময় এখনও নিশ্চিত করা হয়নি।
তিনি জানান, বর্তমানে শিল্পীর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল সব আনুষ্ঠানিকতা শেষে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে।
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পী। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি রাজশাহী চলে যান। রাজশাহীতে বোনোর বাসায় থাকছিলেন। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
More Stories
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পঙ্কজ উদাসের...
অভিনেত্রী থেকে ‘নেত্রী’ হতে চান তারা
কেউ ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, আবার কেউ চলচ্চিত্রে লম্বা সময় অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। শোবিজের অনেক তারকাই...
ক্যালিফোর্নিয়ায় প্রদর্শিত হলো ‘জাহানারা’ ও ‘রেডিও’ সিনেমা
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রদর্শিত হলো ‘জাহানারা’ এবং ‘রেডিও’ সিনেমা। গত ১০ ডিসেম্বর সিনেমা দুটি প্রথম শুভ মুক্তি হয়। বারব্যাঙ্ক সাইন্টোলজিতে...
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বাঙলা মূকাভিনয় উৎসব
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে মূক ভাষায় বাঙলার সংস্কৃতি শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শনিবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো...
সখীর কাছে চলে গেলেন সুজন
যার নাম উঠলেই অনেকের চোখে ভেসে ওঠে সুজন-সখীর রসায়ন। সেলুলয়েডের পর্দায় সুজনবেশে ফুটিয়ে তুলেছিলেন ছন্দময় চরিত্র। সেই সুজন চিত্রনায়ক ফারুক।...
ভালোবাসার দিন
ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস...