Read Time:1 Minute, 23 Second

দরজা খুললো বিশ্বের প্রথম সোনায় মোড়ানো হোটেল। এটি তৈরি হয়েছে ভিয়েতনামে। ভিয়েতনামের রাজধানী হানোইতে এর অবস্থান। ২৫ তলা বিশিষ্ট এই হোটেলটির নাম গোল্ড প্লেটেড হোটেল ‘ডলস হানোই গোল্ডেন লেক’।

সিক্স স্টার এই হোটেলটির নির্মাণ শুরু হয় ২০০৯ সালে। এটি তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

শুধু বাইরে নয়, হোটেলের দরজা, জানলা-সহ বাথরুমের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল , রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় মোড়া। সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ২২ ক্যারেটের সোনা।

এই হোটেলে এক রাত থাকতে হলে খরচ করতে হবে সর্বনিম্ন ২৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূদ্রায় ২০ হাজার টাকা। হোটেলে কোনো গেস্ট কফি খেতে চাইলে, তাকে সোনার কাপে কফি পরিবেশন করা হবে।

তবে হোটেলের কিছু কাজ এখনো বাকি রয়েছে, যা শেষ হতে আরো কিছু দিন লাগবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিসিএস পরীক্ষা দিতে চান, তবে চাকরি করবেন না নুর
Next post খাদ্যের মাধ্যমে করোনা ছড়ায় না
Close