Read Time:2 Minute, 6 Second

নভেল করোনাভাইরাস খাদ্যের মাধ্যমে ছড়ায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ কথা জানিয়েছি।

করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, খাদ্যের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য পাঁচটি বিষয় অনুসরণ করতে হবে। সর্বস্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা এবং নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। তবে সব স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শিশুখাদ্য বিষয়ে নাসিমা সুলতানা বলেন, ‘শিশুর বয়স শূন্য থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কারণ এ সময়ে মায়ের বুকের দুধ থেকে শিশুর সবধরনের পুষ্টি ও পানি পেয়ে থাকে। শিশু বয়স ছয় মাসের পর মায়ের দুধের পাশাপাশি অন্য নিরাপদ পুষ্টিকর বয়স উপযোগী খাদ্য দিতে হবে। শিশু বয়স দুই বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাতে হবে। মায়ের বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না। তবে মা করোনা বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খুললো সোনার হোটেল, এক রাতের খরচ যত, যা পাবেন
Next post বেঁচে আছেন এন্ড্রু কিশোর, অবস্থা সংকটাপন্ন
Close