দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক (মুঈনে মুহতামিম) পদ থেকে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে দিয়ে তার স্থলে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদকে নিযুক্ত করা হয়েছে।
২০১৭ সাল থেকে বাবুনগরী এই দায়িত্ব পালন করছিলেন। নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আল্লামা শাহ আহমদ শফীর পরে মাদ্রাসাটির মহাপরিচালক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন শেখ আহমদ।
বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক পদে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসা আল্লামা শাহ আহমদ শফী আজীবন বহাল থাকবেন বলে সিদ্ধান্ত নেন শূরা সদস্যরা।
হাটহাজারী মাদ্রাসার পরবর্তী নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে তার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করছিলেন তার অনুসারীরা। তাদের অভিযোগ, সরকারবিরোধী অবস্থানের কারণেই মূলত বাবুনগরীকে সরিয়ে দেয়া হয়েছে। এর জন্য তারা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে দায়ী করেন।
শূরা বৈঠককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় হাটহাজারী মাদ্রাসায় গতকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ে।
শূরার বৈঠকে উপস্থিত ছিলেন- ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাকের যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, হাটহাজারী ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ওমর ফারুক বাথুয়া, মাওলানা আবুল কাশেম ফেনী ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুর আহমদ।
More Stories
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেসসচিবের
আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।...
‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায়...
আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না: আদালতে আনিস আলমগীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর আদালতে রিমান্ড শুনানিতে বলেছেন, আমি ক্ষমতাকে প্রশ্ন করতে...
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)–কে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে...
ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে...
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
