মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের কমিশনার শহীদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জুন) প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে অবৈধ শ্রমিক, রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দেশটিতে কর্মরত শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে।
এ ছাড়া দেশটির সিনিয়র মন্ত্রী তার ফেসবুক পেজে হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে বলেছেন, দু’দেশের সু-সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবকে হাইকমিশনারের পক্ষ থেকে উপহার দেয়া হয় এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকেও প্রতিরক্ষামন্ত্রী উপহার দেন।
সম্প্রতি মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপ থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ। ইসমাইল সাবরি বলেন, আটক করা এসব রোহিঙ্গাকে ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করেছে মালয়েশিয়া।
এক বিবৃতিতে সিনিয়র মন্ত্রী জানান, ২০১৭ সালে মিয়ানমারে সেনা নিপীড়নের শিকার হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গার গন্তব্য হয়ে ওঠে দেশটি। ওই নিপীড়নের সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেছে। তবে করোনাভাইরাস ঠেকাতে এই মুহূর্তে আর কোনও রোহিঙ্গাকে আশ্রয় দেবে না মালয়েশিয়া।
পাশাপাশি রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-কে বলা হবে বলেও জানান তিনি।
নভেল করোনাভাইরাস পরবর্তী মালয়েশিযার বেকারত্ব ও অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগে বিদেশিদের পরিবর্তে স্থানীয়দের অগ্রাধিকার নীতিতেই এগোচ্ছে দেশটির সরকার।
More Stories
২০ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা
আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে জটিলতার অবসান হয়েছে শেষ পর্যন্ত। ভাষার মাস ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা। তবে সাধারণত ১...
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা...
হাদির অবস্থা সংকটজনক
সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক ও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানের প্রতিবেদনে...
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে নির্বাচন কেমন হবে—এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ভারতকে...
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেসসচিবের
আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।...
‘সেভেন সিস্টার্স’ ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায়...
