মধ্য ইংল্যান্ডের শহর লেস্টারে ভারতের স্বাধীনতার নেতা মোহন দাস করমচাঁদ গান্ধীর একটি ভাস্কর্য অপসারণের দাবি উঠেছে।
বিবিসি জানায়, গান্ধীর ভাস্কর্য অপসারণের দাবিতে এক আবেদনের পক্ষে ৬ হাজার সই জমা পড়েছে।
এই আবেদনপত্রে গান্ধীকে একজন ‘ফ্যাসিবাদী, বর্ণবাদী এবং শিশু যৌন নির্যাতনকারী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে লেস্টারের পৌর কাউন্সিল আবেদনপত্রটি খারিজ করে দিয়েছে সেইসঙ্গে আবেদনকারীকে আনুষ্ঠানিকভাবে যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়েছে।
পার্লামেন্টর সাবেক এমপি কিথ ভাজ বলেন, ভাস্কর্যটি কোথাও যাবে না। তবে গান্ধীর মূর্তি বাঁচাতে প্রতীকী বলয় তৈরি করেছেন তারা
দু’হাজার নয় সালে গান্ধী মূর্তিটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
গান্ধী মূর্তি সরিয়ে নেয়ার এই অনলাইন আবেদনটি শুরু করেন কেরি পাংগুলিয়ে নামে এক ব্যক্তি।
তিনি জানান, লেস্টার সিটি কাউন্সিল তাকে অনলাইন আবেদনপত্রটি জমা না দিয়ে আনুষ্ঠানিকভাবে তার আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরতে বলেছে।
এদিকে পৌরসভার একজন মুখপাত্র বলেন, যদিও আবেদনপত্রটি এখনও জমা দেয়া হয়নি, তবুও শহরে রাস্তার নাম, ভাস্কর্য, স্মৃতিসৌধ ইত্যাদির নামকরণের ক্ষেত্রে তা প্রাসঙ্গিক কী না, উপযুক্ত কী না এসব কিছুর আলোকে আবেদনপত্রটি বিবেচনা করা হবে।
তিনি বলেন, লেস্টারের মতো সাংস্কৃতিক বৈচিত্রের শহরে আমাদের সব সম্প্রদায়ের ইতিহাস সংরক্ষণ করা এবং ঐতিহাসিক প্রাসঙ্গিকতাটি বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ নামে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে।
সেই বিক্ষোভ থেকে দাস ব্যবসায়ী ও উপনিবেশিক ব্যক্তিত্বের ভাস্কর্য অপসারণ করা হচ্ছে। ইতিমধ্যে ব্রিস্টল শহরে এক দাস ব্যবসায়ীর ভাস্কর্য উচ্ছেদ করে নদীতে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...