Read Time:1 Minute, 54 Second

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, ড. আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. রেজা কিবরিয়া ও অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী।

শোকবার্তায় নেতারা বলেন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার (মোহাম্মদ নাসিম) ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইহলোক ত্যাগে আমরা গভীরভাবে শোকাভিভূত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
Next post করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
Close