এবার কিশোর-কিশোরীদের শারীরিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং-উন। কৈশোরে শারীরিক সম্পর্ককে অনৈতিক এবং অশুচি কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এমন কাজকে রাষ্ট্রদ্রোহীতার সঙ্গে তুলনা করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরের অভিভাবক এবং শিক্ষকরা তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদেরকেও শাস্তির মুখোমুখি হতে হবে।
শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যৌনতা আইনত নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। তারপরও অনেক হাইস্কুলের শিক্ষার্থী যৌনতায় মেতে উঠছে। নাবালকদের যৌনতার প্রতি আকর্ষণকে পুঁজিবাদী প্রভাব বলে মনে করছেন কিম জং-উন।
এমন অবস্থায় এই ধরনের যৌনতায় ইতি টানতে কঠোর আইন প্রয়োজন বলে মনে করছে উত্তর কোরিয়া সরকার। পিয়ংইয়ংয়ের এক সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়ায় জানায়, ‘শিক্ষার্থীরা দিন দিন যৌনতায় লিপ্ত হচ্ছে। হাইস্কুলের শিক্ষার্থীদের এই নেশা থেকে দূরে রাখতে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছে শাসকদল।’
এমনকি শিক্ষার্থীদের ফোন এবং অন্য যোগাযোগমাধ্যমের ওপর নজরদারির নির্দেশেও দেওয়া হয়েছে। এই নজরদারির কাজ সম্পাদন করতে সরকারি উদ্যোগে ‘রেড ফ্ল্যাগ’ নামে অ্যাপ বানানো হয়েছে। কার্যত জোর করেই শিক্ষার্থীদের ফোন বা ল্যাপটপে এই অ্যাপ ইনস্টল করতে নির্দেশ দিচ্ছে স্কুলগুলো। পর্ন জাতীয় কোনো সাইটে ইউজার গেলেই এই অ্যাপের মাধ্যমে তা রেকর্ড হয়ে যায় এবং স্ক্রিনশট উঠে যায়।
More Stories
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও...
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার...
পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুুয়ারি) রাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।...
টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী: এএফপির প্রতিবেদন
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।...
এবার পাকিস্তান থেকে আরো বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই জাহাজ
আবারো পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে আসছে সেই জাহাজ। আগামী শনিবার (২১ ডিসেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।...