গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে গত শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় স্বেচ্ছায় আইসোলশনে ছিলেন। দুই দিন আগে চিকিৎসার অংশ হিসেবে তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন।
এখন কেমন আছেন ডা. জাফরুল্লাহ?
এখন পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার । তবে তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার ডা. মহিবুল্লাহ বলেন, ‘যেহেতু কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তিনি ডায়ালাইসিস করাচ্ছেন এবং করোনায়ও আক্রান্ত হয়েছেন, তাই তার অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছেন। সকালের দিকে তার অল্প শ্বাসকষ্ট ছিল। করোনা রোগী ও কিডনি ডায়ালাইসিসের রোগীর জন্য এটি অস্বাভাবিক বিষয় নয়। তবে, এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার আরও বলেন ‘এখন তার কিডনি ডায়ালাইসিস চলছে। আগামী ৪ ঘণ্টা এটি চলবে। স্বাভাবিকভাবে কিডনি ডায়ালাইসিস চললে চিন্তার তেমন কোনো কারণ নেই। এই ৪ ঘণ্টা সময়ও গুরুত্বপূর্ণ। পুরো সময়টাই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার, তার দুই মেয়ে ও স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন, এমন বেশ কয়েকজনই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
More Stories
সবাইকে নিয়ে নতুন জাতীয় পার্টি গড়তে চান শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা-উপজেলা...
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (৭...
তদন্ত ‘থামাতে নয়’ বরং সহযোগিতা চাইতেই দুদকে চিঠি, দাবি তৈয়্যবের
ক্রয় প্রক্রিয়া নিয়ে তদন্তাধীন একটি প্রকল্প চালু রাখার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়ে সমালোচনার মুখে পড়া প্রধান উপদেষ্টার...
সানেম জরিপ : আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা। এর পরের অবস্থানে ২১.৪৫ শতাংশ ভোট...
জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয়ে চমক
জুলাই মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (০৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন...
জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার না করতে সবাই একমত: ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জরুরি অবস্থা ঘোষণা কোনো পরিস্থিতিতেই যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়, সেটা নিশ্চিত...