গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে গত শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় স্বেচ্ছায় আইসোলশনে ছিলেন। দুই দিন আগে চিকিৎসার অংশ হিসেবে তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন।
এখন কেমন আছেন ডা. জাফরুল্লাহ?
এখন পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার । তবে তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার ডা. মহিবুল্লাহ বলেন, ‘যেহেতু কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তিনি ডায়ালাইসিস করাচ্ছেন এবং করোনায়ও আক্রান্ত হয়েছেন, তাই তার অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছেন। সকালের দিকে তার অল্প শ্বাসকষ্ট ছিল। করোনা রোগী ও কিডনি ডায়ালাইসিসের রোগীর জন্য এটি অস্বাভাবিক বিষয় নয়। তবে, এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার আরও বলেন ‘এখন তার কিডনি ডায়ালাইসিস চলছে। আগামী ৪ ঘণ্টা এটি চলবে। স্বাভাবিকভাবে কিডনি ডায়ালাইসিস চললে চিন্তার তেমন কোনো কারণ নেই। এই ৪ ঘণ্টা সময়ও গুরুত্বপূর্ণ। পুরো সময়টাই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার, তার দুই মেয়ে ও স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন, এমন বেশ কয়েকজনই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
More Stories
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়: আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম...
শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস
শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।...
আসছে মার্কিন প্রতিনিধিদল: বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী...
শিল্পকলায় জামিল আহমেদের নিয়োগ নিয়ে রিজভীর প্রশ্ন
জামিল আহমেদের মতো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দোসর কীভাবে শিল্পকলা একাডেমির ডিজি হন— এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট...
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল: অধ্যাদেশ জারি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। এজন্য সোমবার (৯ সেপ্টেম্বর) ‘জাতির পিতার...
উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত: গণহত্যায় শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে
প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে...